যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লিটনের ভোট বর্জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩০

নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে ভোট বর্জনের কথা বলেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, প্রধানমন্ত্রী নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটের আশ্বাস দিলেও মাঠে ভোটে সে পরিবেশ ছিলনা।

সকাল সাড়ে ৮ টার সময় তার নিজ কেন্দ্রে নৌকার সমর্থকরা তাদের ভোটার দের কেন্দ্র ঢুকতে বাধা দেওয়াসহ মারপিট করে। এছাড়া তার স্ত্রী ও তার আত্মীয় সজনরা ভোট দিতে গেলে তাদেরকেও মেরে বের করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

শার্শার মোট ১০২ কেন্দ্রের সব কয়টি কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ৫৫টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এজন্য তিনি এই প্রশ্নবিদ্ধ ভোট বর্জন করছেন বলে তিনি জানান। 

উল্লেখ্য, যশোর শার্শা ১ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৫ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫১১ জন।
 

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ