শার্শায় ৯টি সোনার বারসহ আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:০০

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ৯টি সোনার বারসহ এক মনিরুল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাতে গোগা কলেজ এলাকায় অভিযান চালিয়ে সোনার বারসহ তাকে আটক করা হয়।

আটক মনিরুল হোসেন শার্শা উপজেলার কালিয়ানি গ্রামের মৃত শামসুর রাহমানের ছেলে।

বিজিবি খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার পিএসসি জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোগা কলেজের সামনে অভিযান চালিয়ে পাচারকারী মনিরুল হোসেনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার গায়ে থাকা জ্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা এক কেজি ২২ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য এক কোটি ৮০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক আসামিকে স্বর্ণ পাচারের আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়ছে এবং উদ্ধারকৃত সোনা সরকারি কোষাগারে জমা করা হবে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ