মুজিবনগরে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ কর্মী আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:৩২

মেহেরপুরের মুজিবনগরে নৌকা সমর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), মেহেরপুর শহরের খালেদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ নেতা বাগোয়ান গ্রামের তেলা শেখ (৪৬) ও সাবেক মেম্বর মুক্তা খাতুন (৩৭।

এদের মধ্যে মাথায় জখম হওয়ায় খালেদুজ্জামান খানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বাগোয়ান গ্রামে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান তার নির্বাচনী ক্যাম্পে পথসভা করছিলেন। পাশেই আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে সাউন্ড বক্সে উচ্চস্বরে প্রচারণা চলছিল। এতে আব্দুল মান্নানের পথসভায় ব্যাঘাত ঘটে।

পরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। এসময় নির্বাচনী ক্যাম্পে থাকা নৌকার কর্মীরা পেরেশানের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেন পুলিশ ও বিজিবি সদস্যরা।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে আইনশৃংখলা রক্ষায় দায়িত্বরত টিমের সদস্যরা। ছোট্ট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আহতরা অবশ্যই আইনগত সহায়তা পাবেন।

আহত তেলা শেখ বলেন, শহিদুল ইসলাম পেরেশান ভাইয়ের উপর হামলা দেখে আমরা কয়েকজন এগিয়ে গিয়ে তাকে রক্ষোর চেষ্টা করি। এ সময় তারা আমাদেরকেরও মারধর করে আহত করে।

তবে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ