নলছিটিতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৪:০৭

ঝালকাঠির নলছিটিতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিন দিনব্যাপী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় মোট ১৩৭০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। 

এ উপলক্ষে আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক ও কলেজ মিলনায়তনে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. পারভেজ হাসান, ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফারাহ গুল নিঝুম, ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। 

আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালেক, নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়, নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মু. মুরাদ আলী, নলছিটি উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।

এবিএন/কায়কোবাদ তুফান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ