কুমিল্লার বিজয়পুরের রেল লাইনের ওপর উল্টে গেছে লরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ২০:২৪

কুমিল্লা নোয়াখালী মহাসড়কে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ক্রসিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি পণ্যবাহী লরি। লরির নিচে চাপা পড়েছে দুটি সিএনজি অটোরিকশা।  

তাৎক্ষণিক ভাবে রেল লাইনের ওপর থেকে লরিটি সরিয়ে নিতে না পারায় ঢাকা থেকে চট্টগ্রাম মুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে অন্তত আড়াই ঘণ্টা।

দুর্ঘটনায় কোনও প্রাণহানি না হলেও দুমরে মুচড়ে গেছে সিএনজি দু'টি। দুর্ঘটনা কবলিত লরিটিকে লালমাই হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

কুমিল্লা রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, সকাল সাতটায় দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেল ক্রসিং এর উপর দুটি সিএনজিকে চাপা দেয়।  যে কারণে ঢাকা থেকে চট্টগ্রাম গামী রেললাইনটি বন্ধ হয়ে যায়। আাড়াই ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা রেলওয়ে ইনচার্জ মোস্তফা কামাল জানান,  আপাতত কোন নিহতের খবর পাওয়া যায়নি। তবে লরি ও সিএনজি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ