আজকের শিরোনাম :

মেলান্দহে শুরু হয়েছে ৫ দিনের শ্বশুর মেলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫২ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩

জামালপুরের মেলান্দহে শুরু হয়েছে ৫ দিনের শ্বশুর মেলা। সিড়িঘাট তেঘরিয়া এলাকার জয়বাংলা বাজার কমিটি এই মেলার আয়োজন করা হয়। 

২৭ জুলাই বিকেল ৪টায় বিআরডিবি কেন্দ্রীয় পরিচালক মনিরুজ্জামান জুয়েল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন। মেলা পরিচালনা কমিটির আহবায়ক উজ্জল মেম্বার, সদস্য সচিব মিস্টার জামিল খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

মেলায় দোলনা, নাগরদোলা, ট্রেন-পুতুল নাচসহ বহু আইটেমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। মেলাকে ঘিরে খেলনা, তৈষজপত্র, খাদ্যদ্রব্য, কাপড়, শীতবস্ত্রসহ বাহারি  পণ্যের সমাহারে ভরে ওঠেছে। আয়োজকরা জানান, সব সময় জামাইদের আদর-সোহাগ এবং দাওয়াত করা হয়। এই মেলাকে ঘিরে জামাইগণ এবার শ্বশুরদেরও অনুরূপ যত্নসহ মূল্যায়িত করার রেওয়াজ চালু হবে।

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ