আজকের শিরোনাম :

পলাশবাড়ীতে ধানবীজ বপনকালে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪

গাইবান্ধার পলাশবাড়ীর পৌর এলাকার আন্দুয়া গ্রামের জনৈক আপেল মিয়ার বাড়ির পাশে পানবরজের নিকটে পরিত্যক্ত পুকুরে ধানবীজ বপনের জন্য পানি নিষ্কাশনের সময় বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানবীজ বপনে নিয়োজিত কৃষি শ্রমিক মতিয়ার ও বাকী মিয়া কর্দমাক্ত পানিতে কসটেপে পেচানো ককটেল সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হয়ে ছড়িয়ে পড়লে উৎসূক এলাকাসি বস্তুটি একনজর দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের নিকট খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নেয়া হয়। তিনি জানান বস্তুটি মূলতঃ ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়। প্লাস্টিক পাইপে কসটেপ দিয়ে মোড়ানো থাকায় স্থানীয়রা সেটিকে ককটেল ভেবেছিল।

স্থানীয় সচেতন জনমনের ধারনা আতঙ্ক সৃষ্টি করতেই অজ্ঞাত দুর্বৃত্তরা এমন বস্তুটি পুকুরের কর্দমাক্ত পানিতে ফেলে রেখেছিল। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ