আজকের শিরোনাম :

প্রতিষ্ঠার ৩১ বছর পর শহীদ মিনার পেল দোয়ারাবাজার ডিগ্রী কলেজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৮

প্রতিষ্ঠার ৩১ বছর পর শহীদ মিনার পেলো সুনামগঞ্জের দোয়ারাবাজার ডিগ্রি কলেজ। বহু আবেদন-নিবদন সত্বেও প্রতিষ্ঠার আড়াই যুগেও উপজেলার সর্বোচ্চ ওই বিদ্যাপীঠে মিনার নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন কিংবা নির্বাচিত জনপ্রতিনিধিরা। তবে ঐতিহ্যবাহী ওই বিদ্যাপীঠটির মর্যাদা ধরে রাখতে প্রতি বছর জাতীয় দিবসগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ অর্থায়নে নির্মিত হতো অস্থায়ী শহীদ মিনার। অথচ দীর্ঘ প্রতীক্ষিত শহীদ মিনার স্থাপনের দাবির বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়। 

এসব প্রকাশিত সংবাদে কলেজের অধ্যক্ষ একরামুল হক বলেন, কলেজে একটি শহীদ মিনার স্থাপনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাস ছাড়া কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে শেষমেশ তার আশ্বাস ও উদ্যোগে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে আজ নির্মিত হলো একটি মনোরম শহীদ মিনার। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নব-নির্মিত ওই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ একরামুল হক।

এবিএন/অরুণ চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ