আজকের শিরোনাম :

মেলান্দহে বিজয় দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১১

সারাদেশের জামালপুরের মেলান্দহে ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রাত ১২টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে স্থানীয় প্রশাসন। সকাল সাড়ে ৮টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শন করা হয়। পুলিশ, আনছার, ফায়ার সিভিল ডিফেন্স, স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করেন। 

এরপর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের দোতলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক-ইউএনও একেএম লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ প্রমুখ। 

এ ছাড়াও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবটি পালন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। সকালে জেলা স্টেডিয়াম ছাড়াও বিভিন্ন উপজেলার আওতায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শিত হয়। 

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ