উত্ত্যক্তের পর হাতির তাড়ায় প্রাণ গেল বৃদ্ধের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:২৮

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে মো. আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বন্যহাতির তাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার সীমান্তের ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামায়াতে এসেছিলেন। গত বুধবার সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে এলে জামায়াতের লোকসহ স্থানীয়রা হাতি দেখতে যান।

ওইসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্ত্যক্ত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ