কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে ২ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সংলগ্ন টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ড এলাকায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সামছুল হক (৫৮) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়।

তিনি সল্লা খামার পাড়া গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

এর আগে সকাল ৯টার দিকে সল্লা ইউনিয়নের হাতিয়া রেলক্রসিং এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দেলোয়ার হোসেন (৫৩) নামের এক রিকশা চালক। কালিহাতীর দেউপুর পশ্চিমপাড়া গ্রামের দুলাল শেখের ছেলে তিনি। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আলী আকবর নিশ্চিত করে জানান।

দুই জনের ট্রেনে কাটা পড়ে মৃত্যু বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন উপজেলা সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই আলী আকবর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিএন/তারেক আহমেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ