ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:৫০

উন্নয়নে শান্তি ও নিরাপত্তা লক্ষ্যে দুর্নীতি বিরোধী আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকালে নীলফামারী ডিমলা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন ফেস্টুন সম্মিলিত বেলুন উড়িয়ে। উপজেলা পরিষদ গেট সংলগ্ন মেইন রাস্তায় একটি মানববন্ধন শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুল আহসান লিজুর সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা থানার (ওসি তদš) আব্দুর রহিম উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সুশীল সমাজের প্রতিনিধি গন। 

অতিথিবৃন্দ সবার উদ্দেশ্যে বক্তব্য বলেন  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  প্রতিবছর পালন করলেই চলবে না দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায় এবং কমানো যায় এই বিষয়ে কাজ করতে হবে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দুর্নীতি বিরোধী।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টো/জসিম/গালিব  

এই বিভাগের আরো সংবাদ