আজকের শিরোনাম :

শিবপুরে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩১

নরসিংদীর শিবপুরে ৮ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে অতিথিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে শুক্রবার সকাল ১০টায় শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আলোচনা সভার সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  প্রশাসক শাহ্ মো: সজিব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো: মুহসিন নাজির, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুুিক্তযোদ্ধা আবদুল মোতালিব খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, বাংলাদেশ আওয়ামী লীগের নরাসিংদী-৩ (শিবপুর)  মনোনিত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মো:  ফজলে রাব্বি খান, দুলাল পুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আপু সরোয়ার খান প্রমুখ। 

শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠান শেষে দোয়া পরিচলানা করেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো : বেলায়েত হোসেন ভূঁইয়া। 

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ