আজকের শিরোনাম :

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২২

নাটোরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় নাটোর শহরের চকরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভিতরের অংশে আগুনে পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের নাটোর স্টেশন অফিসার ফিরোজ কুতুবী বলেন, রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, এটি নাশকতা। দাঁড়িয়ে থাকা ২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্বাচন এগিয়ে আসায় অবরোধকারীরা এই নাশকতা করেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দাঁড়িয়ে থাকা সামি জনি ও রাজকীয় নামে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। নাশকতাকারীদের আটকের চেষ্টা চলছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ