রুমায় পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবানের রুমা উজেলায় নানা কর্মসূচির আয়োজন করেছে রুমা সেনা জোন এবং রুমা উপজেলা পরিষদ।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকালে এক শান্তি র‌্যালির আয়োজন করা হয়, র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র রুমা বাজারে রুমা সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়। চিকিৎসা সেবা কর্মসূচী পরিচালনা করে সেনাবাহিনীর দক্ষ মেডিকেল টিম। এতে রুমার দূর-দূরান্তের বাসিন্দারা সেবা গ্রহণ করেন।

চুক্তি স্বাক্ষরের ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল অ ক ম আরাফাত আমিন পিএসসি। 

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকসহ উপজেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এবিএন/চনুমং মারমা/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ