ভুরুঙ্গামারীতে এমজেএসকেএস টেকসই প্রকল্পের মতবিনিময় সভা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১৬:১৩

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিএমজেড ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশে গুরুতরভাবে আক্রান্ত অঞ্চলসমুহে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে সংগ্রাম টেকসই প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পর্যায়ে সেবাদানকারী কর্তৃপক্ষ ও প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ র্মকর্তা ডাঃ শামীমা আক্তার। 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজ ও সিএসও সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সমাজ সেবা কর্মকর্তা শামসুজ্জামান, এমজেএসকেএস টেকসই প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার ওয়াদুদ ফারুকী, টিসিএইচআর ইদ্রিস আলী, ইউনিয়ন সিএসও সদস্য শামীম, দলীয় সভানেত্রী অজুফা বেগম, সহ উপজেলা পর্যায়ে সেবাদানকারী কর্তৃপক্ষ ও প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিবৃন্দ। 

এবিএন/এ এস খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ