শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১৪:১৯

ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সেসময় মোস্তফা কামাল ও পল্লব বিশ^াস নামের অপর দুই আরোহী আহত হয়। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী মোটরসাইকেলযোগে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ রাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। 

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী।

শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এবিএন/নয়ন খন্দকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ