নীলফামারী-১ আসনে মনোনয়ন নিলেন অধ্যাপক খায়রুল আলম বাবুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১১:৩৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষাবীদ অধ্যাপক খায়রুল আলম বাবুল।

রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউর আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

অধ্যাপক খায়রুল আলম বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আওয়ামী রাজনীতি করার জন্য অনেক নির্যাতিত হতে হয়েছে।

বাবুল বলেন, নীলফামারী-১ আসনের মানুষের ভালোবাসার প্রতিদান স্বরূপ দলের মনোনয়ন ক্রয় করেছি। ছাত্রলীগ থেকে আ. লীগ আমার দীর্ঘ এ রাজনৈতিক চলার পথে। নেতা হয়ে না থেকেও নিজেকে কর্মী হিসেবে দেখতে পছন্দ করেছি। সবসময় রাজপথের সৈনিক হয়ে থেকেছি। প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন নিশ্চই করবেন। আমার নেত্রীর ওপর আমার বিশ্বাস আছে।’

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ