আজকের শিরোনাম :

আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে বীজতলার ব্যাপক ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৩

বরিশালের আগৈলঝাড়ায় ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঘরবাড়ির ক্ষতি না হলেও ইরি-বোরো বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কৃষি অফিসের একটি সূত্রে জানা গেছে, মাত্র ৫ হেক্টর জমির বীজতলা ক্ষতি হয়েছে। 

জানা গেছে, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকার গাছপালার ক্ষতিসহ বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে অবিরাম বর্ষণের ফলে চলতি বছরের ইরি-বোরো বীজতলার কয়েকশ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব বীজতলা নষ্টের পথে রয়েছে। তবে উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা জানান, শুধুমাত্র ৫ হেক্টর বীজতলা নষ্ট হয়েছে। এ ছাড়াও উপজেলার অধিকাংশ এলাকায় ঝড়ের কারণে বিদ্যুতের তারে গাছপালা পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল শনিবার দুপুর পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও প্রত্যন্ত এলাকায় এখনও সংযোগ দেয়া সম্ভব হয়নি।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ