ভোলায় গভীর রাতে যাত্রীবাসী বাসে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৯

ভোলার চরফ্যাসনে গভীর রাতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, চরফ্যাসন থেকে চট্রগ্রামগামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে যান। বাসে কেউ না থাকায় রাত ১টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা বাসে আগুন দিয়েছে তার চিশ্চিত হওয়া যায়নি।

চরফ‌্যাশন ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যমুনা এক্সপ্রেস নামের এক‌টি বাস‌ চরফ‌্যাশন বাসস্ট্যান্ডের পাশে সড়কে দাঁড়ানো ছিল। রাত পৌনে ১২টার দি‌কে কে বা কারা বাস‌টি‌তে আগুন দিয়ে পা‌লিয়ে যায়।

চরফ্যাসন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্য বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ