রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যানে আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১০:৫৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। অবরোধ সমর্থনে সেখানে মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ ও মাসুদুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার কুশাব এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ও পুলিশ বলছে, ছাত্রদলের নেতা-কর্মীরা অবরোধ সমর্থনে সকালে এশিয়ান হাইওয়েতে অবস্থান নেওয়ার পরপরই একটি কাভার্ডভ্যান আটকে দেওয়া হয়। এরপর ওই ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। পরে আরেকটি কাঠ-বোঝাই ট্রাক সামনে এলে সেটিও ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে নেতা-কর্মীরা। পাল্টা জবাবে পুলিশ শটগানের গুলি ছুড়লে বেশ কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম প্রকাশ করেনি।

বিষয়টি নিশ্চিত করে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে একটি ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছিল। সেগুলো নিভিয়ে ফেলা হয়েছে। আমরা চারজনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের গুলি ছোড়া হয়েছে।’

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ