আজকের শিরোনাম :

আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১১:৪৬

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনকে ঘিরে আনোয়ারা উপজেলার কেইপিজেড মাঠে আয়োজিত জনসভায় মানুষের ঢল নেমেছে। অন্যদিকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পতেঙ্গা এলাকায় ভিড় করছে মানুষ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে টানেল উদ্বোধনের পর কেইপিজেড এই মাঠে ভাষণ দিবেন। টানেল দিয়ে তিনি দুপুর ১২টায় আনোয়ারা পৌঁছে সমাবেশে যোগ দেবেন। দুপুর ২টায় জনসভা শেষ করে আবার টানেল হয়ে পতেঙ্গার নেভাল একাডেমি এসে দুপুর ২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকায় রওনা দেবেন প্রধানমন্ত্রী।

পাশ্ববর্তী কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া থেকেও আসছেন নেতা-কর্মীরা।

সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, আজকে আমাদের ঈদের দিন। একদিকে এক পলক নেত্রীকে দেখব অন্যদিকে টানেল উদ্বোধন নিয়ে আমরা আজ ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এটা আমাদের আজ ঐতিহাসিক দিন।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ