কালিহাতীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত যুবকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১৫:৩১

কালিহাতীতে মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একদিন মাথায় আহত যুবক আব্বাস আলী (২৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে আহত আব্বাস আলী হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন।

বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। নিহত আব্বাস আলী উপজেলা দুর্গাপুর ইউনিয়নের বেড়ী পটল গ্রামের মৃত কাশের আলীর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে পার্শ্ববতী টাঙ্গাইল চরপৌলী গ্রামের মমিন ও তার ভাইদের নেতৃত্বে ১২/১৫ জনের একদল মঙ্গলবার দুপুরে আব্বাস আলীর বাড়ীতে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

হামলায় আব্বাস আলী ও তার ভাই আক্তার হোসেন  গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্বাসের মাথায় চাপাতির কোপে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক সেলাই করে দেন। 

মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে আব্বাস আলী বাড়িতে চলে আসেন। বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে আব্বাস আলী মৃত্যু হয়।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক  জানান, বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

এবিএন/তারেক আহমেদ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ