তারাগঞ্জে পুনাকের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১৩:৪৯

রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে সনাতন ধর্মালম্বী পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। 

গত সোমবার দুপুরে তারাগঞ্জ থানা চত্বরে পুনাকের সভানেত্রী সোনীয়া আকতারের নির্দেশনায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি আতপ চাল, এক কেজি আটা, এক কেজি চিনি, বুটের ডাল এক কেজি, সয়াবিন তেল এক লিটার, গুড়া দুধ ও নারিকেল দেওয়া হয়। 

খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোক্তা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী সোনীয়া অকতার রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর পতœী। 

এ সময় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা পিপিএম ও তাঁর পতœী রেবেকা সুলতানা, পুলিশ পরির্দশক জহিরুল ইসলাম ও তাঁর পতœী নিশরাত ইসলাম মিশু, তারাগঞ্জ পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত।

খাদ্যসামগ্রী পাওয়া মিনতি রানী বলেন, গরিব মানুষ পুজাত ভাল মন্দ খাবার টাকা হামার নাই। ওসি হামাক ডাকে আনি চাল, তেল, ডাল দেইল। নারী পুলিশের সমিতি থাকি নাকি এগলা হামরা পাইনো। ভগবানের কাছে মঙ্গল কামনা করি যারা হামাক আইজ খাবার দেইল তাঁর যেন ভাল করে।

থানা চত্বরে খাদ্যসামগ্রী পাওয়া বৃদ্ধ মুনিম চন্দ্র বলেন, পুলিশ ডাকে আনি খাবার দেইল। জীবনে প্রথম পুলিশের সাহায্য পানু। কোনো দিন ভুলিম না। পুজাত বউ ছাওয়া নিয়া এগলা রান্না করি খাইম। ভগবানের কাছোত মঙ্গলকামনা করিম। 

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা পিপিএম বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতির রংপুরের সভানেত্রীর উদ্যোগে তারাগঞ্জর কিছু দুস্থ সনাতন ধর্মালম্বী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাদ্যসামগ্রী পেল। যে কোনো সমস্যায় পুলিশ মানুষের পাশে আছে। মানুষকে সেবা দেওয়াই আমাদের ব্রত।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ