ভৈরবে যেভাবে হলো দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, যা বলছে প্রত্যক্ষদর্শীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:১১

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে  পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এরই দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকায়। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। সঙ্গে সঙ্গে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টে যাওয়া ট্রেনের বগির নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এ ছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে ভৈরবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমে বলেন, উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ