ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : ঢাকার সঙ্গে চার জেলার ট্রেন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:০৭

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এতে সবশেষ ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ভৈরবে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমে বলেন, উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৩ অক্টোবর) দুপুরে এ ট্রেন দুর্ঘটনা ঘটে।

একটি সূত্র থেকে জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করার সময় ঠিক সে মূহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ