ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : দুর্ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দুই ট্রেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৯:০০ | আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:০৫

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে উদ্ধারকারী দুটি ট্রেন আখাউড়া ও ঢাকা থেকে রওনা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বিকেলে এই দুর্ঘটনা হয়েছে। উদ্ধারকারী দুটি ট্রেন একটি আখাউড়া ও একটি ঢাকা থেকে রওনা হয়েছে।  

ভৈরবে রেলওয়ের স্থানীয় ইউনিটও উদ্ধারকাজে যোগ দিয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা সহযোগিতা করছে।

এদিকে ভৈরবে এ ভয়াবহ ট্রেনে দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার বিকেল ৪টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি এগারোসিন্ধুর ট্রেনের পেছনের দুটি বগিতে আঘাত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।

ঘটনাস্থলে থাকা ভৈরব রেলওয়ে থানার এসআই মির্জা মো. মুক্তা বলেন, উদ্ধারকর্মীরা কাজ করছে। দুর্ঘটনায় উল্টে যাওয়া বগিগুলোর নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখা হচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ