দেবীগঞ্জে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৭:৫২

তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বুধবার মানব কল্যাণ পরিষদ এমকেপি যুক্ত প্রকল্পের আয়োজনে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় সারা দিনব্যাপী তথ্য মেলা ২০২৩ উদযাপিত হয়েছে। 

উক্ত তথ্য মেলায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল আলম। সভাপতিত্ব করেন দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার লিপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম, শিক্ষা অফিসার সলিমুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুল ইসলাম, আইসিটি অফিসার এটিএম মাসুদ। 

এ সময় মানবকল্যণ পরিষদের এরিয়া কো-অডিনেটর বিলকিস বেগম, ইয়াসিন আলী, এফএফ মনোয়ারা পারভীন, গোলাম রবাবনী, সবুরা বেগম ওসুইটি আক্তার, শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক, ছাত্র/ছাত্রীসহ নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় তথ্য জনগণের সুযোগ না বরং অধিকার তা নিয়ে আলোচনা কর হয়। আলাচনা শেষে তথ্য মেলায় স্কুল শিক্ষার্থীদের বিতর্ক, স্কুল থিয়েটার দলের নাটক প্রদশর্নী করা হয়। 

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ