নাজিরপুরে ১৩৬ মন্দিরে প্রাণিসম্পদমন্ত্রীর অনুদান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

পিরোজপুরের নাজিরপুরে ১৩৬ মন্দিরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুুপুরে উপজেলা সদরের সরকারি কারিগরি কলেজ হলরুমে ওই বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চল কান্তি বিশ্বাসে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তুহিন হালদার তিমিরের পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ স্ট্রাস্টি দোলা গুহ, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপজেলার ১৩৬টি মন্দিরের প্রত্যেকটিতে ৩ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়া একই দিন জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৫০০ কেজি চাল প্রদান করা হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজার শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ