আজকের শিরোনাম :

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যু, আটক ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ১৩:০৪ | আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৩:০৫

ভূমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেটে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক কামারগাঁও গ্রামের চেরাগ আলীর সাথে ফিলিং স্টেশনের পাশের হাসিম মিয়ার একটি জমি নিয়ে তার ভাতিজা ওই গ্রামের ফারুক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। গত প্রায় ২ মাস পূর্বে সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়ার পক্ষের লোকজন গুরুতর আহত হয়। দীর্ঘ দিন চিকিৎসার পর তারা বাড়ি ফিরে যায়। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলমান।

এর জের ধরে শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২৫/৩০ জন লোক আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক চেরাগ আলীর ছেলে ইউসুফ মিয়া ও ফারুক মিয়ার পক্ষের উস্তার মিয়াকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়। 

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ