বাউফলে ৩২ লক্ষাধিক টাকার চেক বিতরণ

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫

স্থানীয় সরকার অধিদপ্তরের স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন পল্লী সড়ক ও কালভার্ট মেরামাত ও রক্ষাবেক্ষণ কাজের অব্যহত প্রাপ্ত এল সি এস ৪০ জন কর্মীদের সঞ্চিত ৩২ লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৪০ জনের হাতে ৩২ লক্ষাধিক টাকার চেক তুলে দেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারীদের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। গ্রামীন রাস্তাঘাট মেরামতের জন্য পুরুষদেরকে বাদ দিয়ে অসহায় নারীদের দ্ধারা কাজ করা হচ্ছে। পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও যেন কাজ করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। কাজের টাকা থেকে একটি অংশ রাখা হয়েছে। এই টাকা কোন কোনভাবে খরচ হয়ে যেত। কিন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেছেন বেতন থেকে একটি অংশ সঞ্চায় হিসেবে কেটে রাখলে কাজ শেষে সে টাকা দিয়ে কিছু করতে পারবে। তাই অসহায় নারীদের মুখে হাসি ফুটাতে পারে সে জন্য আগমীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু প্রমুখ।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/এসএ/জসিম
এই বিভাগের আরো সংবাদ