আজকের শিরোনাম :

কিশোরগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০১

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সাত দফা দাবিতে কিশোরগঞ্জে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রী শ্রী কালীবাড়ী প্রাঙ্গণে ওই কর্মসূচি পালিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, তাদের দাবির মধ্যে রয়েছে- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করা।
কর্মসূচি চলাকালে দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজাল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সাংস্কৃতিক কর্মী আবুল কালাম।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যাপক প্রণব কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. বিজয় শংকর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব পলাশ দত্ত রায়, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি সীমা নাথ, সাধারণ সম্পাদক চন্দ্রা সরকার সহ বিভিন্ন উপজেলা ও হিন্দুধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
ধ্রুব দাস/জসিম/রঞ্জন

এই বিভাগের আরো সংবাদ