মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩১

রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের ৮ম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫মিনিটে ভবনটির ৮ম তলায় আগুন লাগে।
বিষয়টি তাৎক্ষণিক জানার পর রাত ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধারাবাহিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি
এই বিভাগের আরো সংবাদ