নন্দীগ্রামে পাতিলে করে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ব্যবসায়ী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৮

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া রাস্তা পাতিলে করে গাঁজা বিক্রি করার সময় রেজাউল করিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত কছিমুদ্দিন মাঝির ছেলে। সেসময় তার কাছে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর বেলঘড়িয়া সড়কে পাতিলে করে মাদক কারবারি রেজাউল করিম গাঁজা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সিলভার পাতিল তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ