আজকের শিরোনাম :

বোয়ালখালীতে বাল্যবিয়ে রক্ষা পেল স্কুলছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩

বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। কিছু অতিথি খাওয়া-দাওয়া শেষ করছে। এমন সময় দুপুর দেড়টার দিকে প্রশাসনের লোকজন হাজির হন। এরপর তাঁরা বন্ধ করে দেন বাল্যবিবাহের এ আয়োজন। এ সময় কনের মাতাকে জরিমানাও করা হয়। 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অ্যাসিল্যান্ড ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্ঠার অভিযোগে কনের মাতাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিন জানান, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন অভিভাবক। এছাড়া বিয়ের অনুষ্ঠানের জন্য রান্না করা খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এবিএন/রাজু দে/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ