আজকের শিরোনাম :

কাচঁপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩, ০০:৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশে পদযাত্রায় বিএনপি  নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পুলিশ নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ দেয়।

জেলা বিএনপির নেতারা জানান, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পরে নেতাকর্মীদের উপর টিয়ারসেল ও গুলি ছুড়েঁ। এতে অনেকেই আহত হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ