আজকের শিরোনাম :

তাহিরপুরে সরকারি রাস্তায় বিল্ডিং নির্মাণের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ১৪:০১ | আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১৪:০৪

সুনামগঞ্জের তাহিরপুরে দৈনন্দিন যাতায়াতের সরকারি রাস্তায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে সৈয়দ শামসুজ্জামানের বিরুদ্ধে। অভিযুক্ত সৈয়দ শামসুজ্জামান তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সরকারি রাস্তায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ এনে গত ১১ জুলাই তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনির বরাবর সুলেমানপুর গ্রামবাসীর পক্ষে একই গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মো. মোছলেহ উদ্দিন লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পক্ষে সরেজমিন তদন্ত করেন ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রাজর্ষী রায়। তবে অভিযোগের এক মাস পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। 

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার শ্রীপুর (দঃ) ইউনিয়নের সুলেমানপুর গ্রামের উত্তর হাটি সামনে গ্রামবাসীর দৈনন্দিন যাতায়াতের একমাত্র সরকারি রাস্তায় অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছেন সৈয়দ শামসুজ্জামান। এমতাবস্থায় গ্রামের গণ্যমান্য লোকজন বিল্ডিং নির্মাণে বাধা  দিলে তাদের গালাগাল করেন।

অভিযোগকারী মো. মোছলেহ উদ্দিন বলেন, ‘গ্রামবাসীর একমাত্র সড়কে বিল্ডিং নির্মাণ করায় আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। তাই আমি তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গ্রামবাসীর পক্ষে একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ‘

এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ শামসুজ্জামান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। 

অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। সরেজমিন আমাদের তহসিলদার তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদন আমাকে প্রেরণ করার পর অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ