বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৫:৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি উহুইউন এইচপোই’।

আজ সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বন্দরের ৫ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। দুপুর থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে।

খালাসের সঙ্গে সঙ্গে এসব নির্মাণসামগ্রী (বিভিন্ন ধরনের মালামাল) নৌযানে (বার্জ) করে নদীপথে নেওয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি উহুইউন এইচপোই। জাহাজ থেকে সব মালামাল খালাসে সময় লাগবে ৩-৪ দিন।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ