আজকের শিরোনাম :

আলীকদমে সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে ট্যুর অপারেটরের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১৪:২০

বান্দরবানের আলীকদমে সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে এক ট্যুর অপারেটরের মৃত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) দুপুরে বিষটি নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান। নিহতের নাম মোহাম্মদ আতাহার ইসরাক রাফি (২৬) তার বাড়ি ঢাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১১ আগস্ট)  স্থানীয় গাইডের সহযোগিতা ঢাকা হতে ২১ সদস্যে বিশিষ্ট পর্যটক দল নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা ভ্রমণে যান। বৈরী আবহাওয়ার কারণে সেখানে তারা আটকে পড়ে। গত শনিবার (১২ আগস্ট) বিকালে পর্যায়ে হঠাৎ অসাবধানতা বসত পাহাড় হতে নিচে পড়ে গিয়ে মাথা প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদ রাফি নামের এ পর্যটক মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাকলিয়া উপজেলায় বলে জানা গেছে।

এবিষয়ে মুঠোফোনে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায়,সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করার কার্যক্রম চলছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, আলীকদমের দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।

এবিএন/মোহাম্মদ আবদুর রহিম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ