নন্দীগ্রামের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১১:২৮

বগুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হুমায়ুন কবির। রোববার (১৩ আগস্ট) বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে হুমায়ুন কবিরকে দায়িত্বভার বুঝে দেন।

হুমায়ুন কবির ৩৫তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তিনি ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। সে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

 নন্দীগ্রামের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে সমৃদ্ধ করতে আমি কাজ করতে চাই। এজন্য জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।

এবিএন/অদ্বৈত কুমার আকাশ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ