আজকের শিরোনাম :

আখাউড়ায় ওরসে এসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১৫:৪৫ | আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৫:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খরমপুর কেল্লা শহীদের মাজারে ওরসে আসা আরও এক ভক্তের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম আরও একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভক্তরা রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারের ওরসে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস তিতাস রেলসেতুতে উঠলে ট্রেনে কাটা পড়ে দুজন মারা যান। এ ছাড়া কয়েকজন সেতু থেকে পানিতে ঝাঁপ দেন।

শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা সেতুর নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। পরে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়াল।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ