আজকের শিরোনাম :

মুকসুদপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১৪:২৩

গোপালগঞ্জের মুকসুদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মদিন নানান কর্মসুিচর মাধ্যমে উদযাপিত হয়েছে। কর্মসূিচর মধ্যে ছিল, বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক্য অর্পণ, আলোচনা সভা, দোয়া এবং দুস্থ ও প্রশিক্ষিত নারীদের মধ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ঋণ বিতরণ।

আজ মঙ্গলবার  সকাল ১০টায় পজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধারা,স্থানীয় আওয়ামী লীগসহ সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এর পরে  উপজেলার ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। 

উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু সভাপতিত্বে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার লায়লা রহমান।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন ওসি আবু বকর মিয়া, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান, কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্যা, অনুষ্ঠান সঞ্চলনা করেন যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।  

মহিলাবিষয়ক অফিসার লায়লা রহমান জানান মহীয়সী এই নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে উপজেলার ৯ জন দুস্থ প্রশিক্ষিত  মহিলার মধ্যে পা- চালিত ৯টি সেলাই মেশিন বিতরণ এবং মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ২৩ জন মহিলার মধ্যে ১২ লাখ টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।
খবর বাসস

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ