আজকের শিরোনাম :

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১৪:০৭

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌর সভার মেয়র আক্তার হোসেন

২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে২ কোটি ৩২ লাখ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ হাজার টাকা।  রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৮  কোটি ৫০ লাখ  টাকা উদ্বৃত দেখানো হয়েছে ৯ লাখ ২০হাজার টাকা। 

জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, কৃষ্ণ চন্দ, কামাল হোসেন, সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান সুনু, আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহজাহান মিয়া সহ আরো অনেকে।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার সহকারী প্রকৌশলী হেলাল আবেদীন, উপ সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী,পৌরসভার  কাউন্সিলার জিতু মিয়া, আলাল হোসেন,  সুহেল আহমদ, শাহিন আহমদ, ছমির উদ্দিন, নারী সর্বনা রানী শর্মা, শিউলী বেগম উপস্থিত ছিলেন।মেয়র আক্তার হোসেন বলেন, আমরা পৌরসভার উন্নয়ন জনগনের সেবায় কাজ করতে চাই। তিনি পৌরসভাকে নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এবিএন/রিয়াজ রহমান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ