পাকুন্দিয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ১৬:১৫

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ  বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে  উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের সততা সংঘের ১১ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। একই সাথে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের বরাদ্দকৃত অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম এ রশীদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন ভূইয়া, হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আমীন উল্লাহ  প্রমুখ।  

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন।  শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, স্কেল, জ্যামিতি বক্স, ওয়াটার পট, টিফিন বক্স, কলমদানি, ও ছাতা।  

এবিএন/শরীফ আহম্মেদ/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ