সাটুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৪:৪০

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সাটুরিয়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া প্রেসক্লাবের সদস্য সচিব, এসএ টিভি ও দৈনিক দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক ইনকিলাবের সাটুরিয়া প্রতিনিধি মো. সোহেল রানা খান, কাল বেলার সাটুরিয়া প্রতিনিধি অলক রায়সহ প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, ২৪-৩০ জুলাই পর্যন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করন। 

মতবিনিময় সভায় উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও উপজেলার ৯টি ইউনিয়নের মৎসচাষীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ