আজকের শিরোনাম :

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৪:১৯

যশোরের কেশবপুরে যাত্রীবাহী ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চুকনগর ভায়া নওয়াপাড়া সড়কের কলাগাছি বাজারের পাশে আড়খালি নামক স্থানে ঔ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।

এলাকাবাসী জানান, দীপু মন্ডল ওরফে সাগর ও রাজু আহমেদ চুকনগর থেকে মোটরসাইকেলযোগে কেশবপুরের কলাগাছি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়খালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেকারের সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলে মারা যান। 

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, দিপু মন্ডল ওরফে সাগর খুলনার একটি কলেজে পড়াশোনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এ ব্যাপারে কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ