তারাগঞ্জে ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৩:৩১

রংপুরের তারাগঞ্জে ব্যাটারিচালিত চার্জার ভ্যান ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গতকাল মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

গ্রেপ্তার পাঁচজন হলেন, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বারাপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আবজারুল ইসলাম (২৬), নুর ইসলামের ছেলে বাবু ইসলাম (১৯), সয়ার ফকিরপাড়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩৮), দামোদরপুর চাল্লিয়ারপাড় বুড়িরহাট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর শাওনাপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহনের ছেলে ছয়ফুল ইসলাম (৫৫)।

এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার সয়ার ইউনিয়নের কাংলাচড়া গ্রামের ছাইতনের তল নামক স্থান থেকে জহির উদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে মারপিট করে গাছের সাথে বেধে রেখে ব্যাটারি চালিত চার্জার ভ্যান ছিনতাই করে চক্রটি। পরে জহির উদ্দিন থানায় অজ্ঞত আসামি করে একটি মামলা দায়ের করেন। 

সোমবার রাতে তারাগঞ্জ থানার এসআই আজমল হোসেনের নেতৃত্বে এএসআই রায়হান সরকার ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ছিনতাই হওয়া চার্জার ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ ও ১৬টি ব্যাটারিসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ