আজকের শিরোনাম :

সাংবাদিক নাদিম হত্যা : বকশীগঞ্জে সাংবাদিকদের অনশন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১৩:৩৭

জামালপুরের বকশীগঞ্জে ৭১ টিভি, মানবজমিন এবং বাংলা নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতারের দাবিতে অনশন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

১৫ জুলাই সকাল থেকে উপজেলা পরিষদ গেইটে অনশনে অংশগ্রহণ করেন জামালপুর ও শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকরা। দুপুরে বয়স্ক সাংবাদিক জিএম সাফিনুর রহমান মেজর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বেলা  আড়াইটার দিকে বকশীগঞ্জ পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম সাংবাদিকদের কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন। এ সময় তিনি খেজুর ও ফলের জুস মুখে দিয়ে সাংবাদিকদের অনশন ভঙ্গ করান।

 অনশন চলাকালে বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন (ইত্তেফাক-এশিয়ান টিভি), সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন (কালের কণ্ঠ), সংবাদের প্রবিন সাংবাদিক তালুকদার আলমগীর আহমেদ শাহজাহান, মেলান্দহ রিপোর্টারস ইউনিটির সভাপতি শাহ জামাল (ইত্তেফাক/নিউ নেশন/৭১ টিভি), সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি শহিদুল্লাহ সরকার, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন (অধিকার), উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাত্তিউল হাফিজ বাবু (যায়যায়দিন), ভোরের কাগজের সাংবাদিক রাশেদুজ্জামান রনি, দিনকাল সাংবাদিক জি এম শাফিনুর ইসলাম মেজর, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, কালবেলা সাংবাদিক সলিম উল্লাহ সেলিম, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, মিডিয়া গ্রুপের সভাপতি সাংবাদিক এ কে এম নুর আলম নয়ন, সাংবাদিক আলমাস আলী, সাংবাদিক মুনতা হেনা আশা, সাংবাদিক শাহনাজ পারভীন।

এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ