আজকের শিরোনাম :

বিয়ের ৪ ঘণ্টা আগে বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১১:২৬

কনের বাড়িতে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল হবু বর। বেশ কিছু অতিথি চলেও গিয়েছিলেন কনের বাড়িতে। বরকে বরণ করে নেওয়ার আয়োজন চলছিল কনের বাড়িতে। বিয়ের লগ্ন ছিল শুক্রবার রাত ১০টায়; কিন্তু এর চার ঘণ্টা আগে বিদ্যুৎস্পর্শে মারা যান বর সেনাসদস্য স্বপন দে (২৫)। 

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের। স্বপন ওই গ্রামের মৃত দিপক চন্দ্র দের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

মৃত সেনাসদস্যের ভগ্নিপতি ননী নাগ জানান, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সঞ্জয় করের মেয়ে কনা করের সঙ্গে তার বিয়ের কথা ছিল। বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান বিকেলে বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়নও করানো হয়। ৯টি মাইক্রোবাসে ৮০ জন বরযাত্রী কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে আলোকসজ্জার বাতিতে সমস্যা দেখা দিলে তাতে বিদ্যুৎ সরবরাহ করতে যান স্বপন। এ সময় বাতির বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ