বদলগাছীতে সাকিবুল হত্যার আসামীকে আটক করেছে পুলিশ।

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১৫:৫৫

নওগাঁর বদলগাছীতে সাকিবুল হত্যার ৭২ঘন্টার মধ্যে তথ্য উদঘাটন ও ৪জন আসামীকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।

এবিষয়ে সাংবাদিকদের সংঙ্গে প্রেস ব্রিফিং করেছে মহাদেবপুর-বদলগাছী সার্কেল জয়প্রদ পাল। ব্রিফিংয়ে বলেন গত ১৯ জুন মহাদেবপুর উপজেলা  রাইগাঁ ইউ পির ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাকিবুল ইসলাম (১৫)। অনুমানিক বেলা  ৩টায় নিজস্ব তিন চাকা বিশিষ্ট চার্জার ভ্যান নিয়ে বাড়ী রওনা হয়।

এর পর থেকে আর সাকিবুলকে খুঁজে পাওয়া যায়নি।গত ২৬ জুন সকালে উপজেলার মাতাজি বর্ষাইল সড়কের ক্ষুদ্রভূবন নামক স্থানে ব্রীজের নিচে লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সাকিবুলের  বাবা আলতাফ লাশ সনাত্তর করে। পুলিশ ঘটনার স্থলে গিয়ে ব্রীজের নিচে কচুরী পানার নিচ থেকে সাকিবুলের লাশ উদ্ধার করে।

সাকিবুলের  পরিবারের লোকজন ঘটনা স্হলে গিয়ে পরিহিত সার্ট,জিন্সের প্যান্ট দেখে সাকিবুলের অর্ধ গলিত লাশ সনাক্ত করেন। বিষয় আলতাফ হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় এসে অগ্ঙত  ব্যক্তির নামে মামলা দায়ের করেন।

মামলা নং ২১,তারিখ ২৬/৬/২৩ইং ধারা ৩০২/২০১/৩৪। মামলার পরে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব রাশিদুল হক এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব জয়ব্রত পালের তদারকতে বদলগাছী অফিসার ইন চার্জ আতিয়ার রহমান ও মহাদেবপুর থানা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সমন্বয়ে একটি চৌকস অভিযান টিম অভিযান চালিয়ে বিভিন্নভাবে খোঁজা খুঁজি শুরুর এক পর্যায়ে ২৮ জুন রাতে প্রযুক্তির সহায়তায় মহাদেবপুর থানার ৪ জন আসামীকে আটক করতে সক্ষম হন।

আসামীরা হলেন মহাদেবপুর পূর্বপাড়া লহির ছেলে আসমত আলী (২৪) খোশল বাড়ী গ্রামের মৃত সাইদুল মন্ডল এর ছেলে মো: ইমরান(৩২) ফজিলপুর গ্রামের মৃত সফিজ উদ্দীনেন ছেলে জুয়েল রানা(২৮),ও আতুরা গ্রামের আ: জব্বার এর ছেলে মো: মনির(২৩)।  আসামীদের কাছ থেকে ২টি মোবাইল ফোন,১টি চার্জার ভ্যান ও চার্জার ভ্যানের ৪টি ব্যাটারী উদ্ধার করেছে বলে ব্রিফিংয়ে বলেন। 

এবিএন/হাফিজার রহমান /জসিম/অসীম রায় 

এই বিভাগের আরো সংবাদ